21 মার্চ লঞ্চ হবে নতুন Xiaomi Smartphone, প্রথমে দেশে হবে সেল

চীনে 21 মার্চ শাওমির একটি নতুন স্মার্টফোন লঞ্চ হবে। কোম্পানির ‘সিভি’ সিরিজের এই মোবাইলটি Xiaomi Civi 4 Pro নামে টেক মার্কেটে পেশ করা হবে। ফোনের লঞ্চ ডেট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কোম্পানি আরও জানিয়েছে এই ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 8s Gen 3 চিপসেট সহ স্মার্টফোন হবে। এই স্মার্টফোন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Xiaomi Civi 4 Pro ফোনের লঞ্চ ডিটেইলস

চীনে শাওমি সিভি 4 প্রো স্মার্টফোনের প্রিঅর্ডার শুরু হয়ে গেছে। এই ফোনটি 21 মার্চ লঞ্চ করা হবে। ফোনটির লঞ্চ ইভেন্ট চীনে 21 মার্চ স্থানীয় সময় অনুযায়ী দুপুর 2টোর সময় শুরু হবে। সেই সময় ভারতে 22 মার্চ রাত 2টো বেজে 30 মিনিট। জানিয়ে রাখি ভারতের বাজারে শাওমি সিভি 4 প্রো ফোনটি লঞ্চ করা হবে না। পেশ করা হলেও অন্য কোনো নামে অর্থাৎ নাম পরিবর্তন করে সেল করা হবে।

Xiaomi CIVI 3 ফোনের স্পেসিফিকেশন

  • স্ক্রিন: এই Xiaomi ফোনটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.55-ইঞ্চির OLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে। এই স্ক্রিনে 1920Hz PW ডিমিং, 1500নিটস ব্রাইটনেস এবং HDR10+-এর মতো ফিচার রয়েছে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশনে নির্মিত MediaTek Dimensity 8200 octa-core প্রসেসর দেওয়া হয়েছে, যা 3.1GHz ক্লক স্পিডে রান করে। গ্রাফিক্সের জন্য এই Xiaomi মোবাইলে Mali-G610 GPU রয়েছে।
  • রেয়ার ক্যামেরা: এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে F/1.77 অ্যাপারচার যুক্ত 50MP IMX800 সেন্সর রয়েছে, যা OIS প্রযুক্তি সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে F/2.2 অ্যাপারচার যুক্ত একটি 8MP IMX355 ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: Xiaomi CIVI 3 ফোনে ডুয়েল সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। এর মধ্যে প্রাইমারি সেন্সর এফ/2.0 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন এবং 26 মিমি ফোকাল লেন্থ সাপোর্ট করে। অন্যদিকে সেকেন্ডারি সেন্সরটি এফ/2.4 অ্যাপারচারযুক্ত 100° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা অ্যান্টি শেক এআই ও ইআইএস ফিচারযুক্ত।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi CIVI 3 ফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই ফোনটি মাত্র 38 মিনিটে 0 থেকে 100 শতাংশ চার্জ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here