ভারতে লঞ্চ হল ASUS ROG Phone 7, দেখে নিন এই দুর্দান্ত ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • ASUS ROG Phone 7 এ রয়েছে অ্যাডভান্স গেমিং টেকনোলজি।
  • এই গেমিং ফোনে পাওয়ারফুল কোয়ালকম চিপসেট যোগ করা হয়েছে।
  • ভারতে আসুস আরওজি ফোন 7 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে।

ASUS গতকাল ভারতে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে ROG Phone 7 লঞ্চ করেছে। ROG অর্থাৎ Republic of Gamers, নাম থেকেই বোঝা যায় ফোনটিতে বিশেষ করে মোবাইল গেমারদের জন্য অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়। এই পোস্টে নতুন আসুস আরওজি ফোন 7 সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: অফিসিয়ালি উপলব্ধ হল Android 14 Beta, জেনে নিন ফিচার, ডাউনলোডের পদ্ধতি এবং eligible ডিভাইসগুলির তালিকা

কেন গেমারদের জন্য স্পেশাল আসুস আরওজি ফোন 7?

  • GameCool 7 cooling system

এই ফোনে ROG Rapid-Cycle Vapor Chamber ডিজাইন ব্যাবহার করা হয়েছে যা লিকুইড রিটার্ন চ্যানেলের মাধ্যমে ভেপার চেম্বার কুলিঙের তুলনায় 2.1 গুণ দ্রুত হিট কমায়।

  • AeroActive Cooler 7

এই ফোনের ইন্টিগ্রেটেড থার্মোইলেকট্রিক এআই কুলিং ফোনটির টেম্পারেচার লো রাখতে সাহায্য করে।

  • GameFX Audio

ROG phone 7 ফোনে Dirac দ্বারা টিউনড স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। এতে দুটি 5-ম্যাগনেট 12×16 সুপার লাইনার স্পিকার রয়েছে।

  • AirTrigger system

আরওজি ফোনের অন্যতম একটি বিশেষত্ব হল এই ফোনের এয়ার ট্রিগার। এবার কোম্পানির নতুন ফোনে ইনভিজিবল আলট্রাস্নিক বাটন এবং মোশান সেন্সর ট্রিগার দেওয়া হয়েছে যা মোশান কন্ট্রোল জেসচার এবং সেন্সিটিভিটির ক্ষেত্রে অসাধারণ।

আসুস আরওজি ফোন 7 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

  • 6.78” AMOLED
  • 165Hz Refesh Rate
  • in-display fingerprint sensor

ROG Phone 7 5G ফোনটিতে 20.4:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2448 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 165 হার্টস রিফ্রেশরেট ও 720 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যোগ করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন সহ লঞ্চ ডিটেইলস

এই ফোনের স্ক্রিনে 1000 নিটস ব্রাইটনেস এবং 1,000,000:1 কন্ট্রাস্ট রেশিওর পাশাপাশি আই কেয়ার টেকনোলজি যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে 2.5ডি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব্যাবহার করা হয়েছে। এছাড়া হাতের ঘাম থেকে বাঁচানোর জন্য এতে আলাদাভাবে আরও একটি কোটিং রয়েছে।

প্রসেসর

  • Android 13
  • Qualcomm Adreno 740
  • Qualcomm Snapdragon 8 Gen 2

ASUS ROG Phone 7 ফোনটি 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেটে রান করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 জিপিইউ যোগ করা হয়েছে। আরও পড়ুন: এই সপ্তাহে OTT-তে মুক্তি পাবে এইসব সিনেমা এবং সিরিজ, জেনে নিন বিস্তারিত

এই আরওজি ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে জেন ইউআই ও আরওজি ইউআই উভয়ই পাওয়া যায়। এই ফোনটিতে আগামী দুই বছর পর্যন্ত Android আপডেট এবং চার বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এতে LPDDR5X RAM এবং UFS4.0 Storage আছে।

ক্যামেরা

  • 50MP Rear Camera
  • 32MP Front Camera

ফটোগ্রাফির জন্য ASUS ROG Phone 7 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED flash এর সঙ্গে 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই সেটআপে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। আরও পড়ুন: BSNL-এর এই রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ডেটাসহ পাবেন একাধিক সুবিধা, দাম 500 টাকারও কম

এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য ASUS ROG Phone 7 ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। এটি একটি অমনি ভিশন OV32 কোয়াড লেন্স।

ব্যাটারি

  • 6,000mAh Battery
  • 65W Fast Charging

পাওয়ার ব্যাকআপের জন্য এই আসুস ফোনে ডুয়েল ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। এতে 3000mAh এর দুটি ব্যাটারি প্যাক রয়েছে যা একত্রে 6,000mAh পাওয়ার দেয়। আরও পড়ুন: HP, Bharat Petroleum এবং Indane গ্রাহকরা WhatsApp এর মাধ্যমে বুক করুন সিলিন্ডার, জেনে নিন পদ্ধতি

বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য আসুস আরওজি ফোন 7 ফোনে 65W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে। তবে জানিয়ে রাখি কোম্পানি তাদের এই ফোনটির সঙ্গে বক্সের মধ্যে 30 ওয়াট অ্যাএডপ্টার দেবে।

ASUS ROG Phone 7 এর দাম

  • 12GB RAM + 256GB Storage = 74,999
  • 16GB RAM + 512GB Storage = 99,999

আসুস ভারতে তাদের এই নতুন গেমিং ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। ROG Phone 7 এর বেস ভেরিয়েন্টে 12GB RAM + 256GB মেমরি সগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 74,999 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় মডেল ROG Phone 7 Ultimate নামে 16GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজসহ 99,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী মে মাস থেকে এই ফোনটি সেল করা হবে। কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির সেল ডেট সম্পর্কে কিছু জানায়নি। আরও পড়ুন: জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here