BIS সাইটে লিস্টেড হল নতুন শাওমি ফোন, Xiaomi 14 Lite নামে শীঘ্রই হতে পারে লঞ্চ

ভারত সহ গ্লোবাল মার্কেটে শাওমি 14 সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজে শাওমি 14, 14 প্রো এবং অল্ট্রা মডেলগুলি পেশ করা হয়েছে। এবার এই সিরিজে শাওমি 14 লাইট নামের নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। ব্র্যান্ডের একটি ডিভাইস ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে। নিচে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল।

শাওমি ফোনের BIS লিস্টিং

  • আসন্ন Xiaomi স্মার্টফোনটি বিআইএস প্ল্যাটফর্মে 24053PY09I মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • ফোনটি গত 7 মার্চ 2024 তারিখে BIS ডেটাবেসে লিস্টেড করা হয়েছে।
  • ডেটাবেসের মাধ্যমে মডেল নাম্বার ছাড়া অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • যে মডেল নাম্বার সামনে এসেছে েই ফোনটি Xiaomi 14 Lite নামে ভারতে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • লিস্টিঙে সামনে আসার পর আগামী কিছু দিনের মধ্যেই ব্র্যান্ডও ফোনটি সম্পর্কে ঘোষণা করতে পারে।

Xiaomi 14 এর স্পেসিফিকেশন

গত 7 মার্চ শাওমি ভারতে তাদের ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 14 লঞ্চ করেছে। এই ফোনের ডিটেইলস নিচে বিস্তারিত জানানো হল।

  • ডিসপ্লে: Xiaomi 14 ফোনে 2670 x 1200 পিক্সেল রেজোলিউশন সহ 6.36 ইঞ্চির পাঞ্চ-হোল OLED LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000 নিট ব্রাইটনেস, 2160ডবলিউএম ডিমিং সাপোর্ট করে।
  • প্রসেসর: Xiaomi 14 মোবাইলে পারফরমেন্সের জন্য 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.3 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেন 3 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই ফোনে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Xiaomi 14 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে Leica ক্যামেরা লেন্স, OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। এছাড়া এই ফোনে 32 মেগাপিক্সেল সেলফি এবং ভিডিও কলিং ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Xiaomi 14 ফোনে 90W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,610mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অপারেটিং সিস্টেম: কোম্পানি এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ পেশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here