শীঘ্রই লঞ্চ হবে OPPO A58 5G স্মার্টফোন, জেনে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন

Oppo কোম্পানির সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ খবর গতকালই প্রকাশিত হয়েছিল যে কোম্পানি তাদের ‘A’ সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা ‘OPPO A98’ নামে লঞ্চ করা হবে। Oppo A98 স্মার্টফোনটি 108MP ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই সিরিজের আরেকটি OPPO মোবাইল OPPO A58 5G এর ডিটেইলও প্রকাশিত হয়েছে। এই পোস্টে আমি আপনাদের Oppo A58 5G ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো। আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ লঞ্চ হল আরেকটি নতুন স্মার্টফোন! জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

OPPO A58 5G এর স্পেসিফিকেশন (লিক)

Oppo A58 5G ফোনটি 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনের স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত হবে এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করবে। OPPO A58 5G ফোনের ডিসপ্লের উপরের এবং মাঝখানে একটি ‘V’ আকৃতির নচ থাকবে।

OPPO A58 5G ফোনটি Android 12-এ লঞ্চ হবে যা ColorOS 12.1-এর সাথে কাজ করবে। প্রসেসিংয়ের জন্য এই Oppo মোবাইলে MediaTek Dimensity 700 চিপসেট দেওয়া হবে। Oppo A58 5G ফোনটি 8 GB পর্যন্ত RAM মেমরি এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে, যা LPDDR4x RAM এবং UFS 2.2 স্টোরেজ টেকনোলজিতে কাজ করবে। আরও পড়ুন: 200MP Camera যুক্ত Xiaomi 12T Pro ফোনে কি রয়েছে ফিচার? দেখে নিন এক নজরে

ফটোগ্রাফির জন্য, OPPO A58 5G ফোনের ব্যাক প্যানেলে 50-মেগাপিক্সেলের Samsung সেন্সর এবং 108-মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেখা যাবে, আর ফ্রন্ট প্যানেলে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই Oppo মোবাইলে 33W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 3,880 mAh ব্যাটারি দেওয়া হবে।

OPPO A58 5G এর দাম (লিক)

Oppo A58 5G ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। এই ফোনের বেস ভেরিয়েন্টটি 6 GB র‍্যামের সাথে 128 GB স্টোরেজ সাপোর্ট করবে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 8 GB র‍্যাম মেমরি সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। OPPO A58 5G ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজে লঞ্চ করা হবে। যদিও এই ফোনের দাম এখনও প্রকাশ করা হয়নি তবে এই স্মার্টফোনটি Tranquil Sea Blue, Breeze Purple এবং Starry Sky Black এই তিনটি কালার অপশনে কেনা যাবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে Nokia G60 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে সুন্দর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here