সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল ওপ্পো ফাইন্ড এক্স, লঞ্চের আগেই জানা গেছে পাওয়ারফুল স্পেসিফিকেশন

এই সপ্তাহেই ওপ্পো জানিয়েছিল আগামী 19শে জুন তাদের নতুন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন ‘ফাইন্ড এক্স’ টেক জগতে পা রাখবে। 19শে জুন প‍্যারিসে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই ওপ্পো ফাইন্ড এক্স লঞ্চ করা হবে। ওপ্পোর পক্ষ থেকে ফিচার বা স্পেসিফিকেশন জানানো হয়নি তবে লঞ্চের আগেই চীনা সার্টিফিকেশন ওয়েবসাইটে এই স্মার্টফোন লিস্টেড হয়ে গেছে।

চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট টেনাতে ওপ্পো ফাইন্ড এক্স লিস্টেড হয়েছে। এই লিস্টে ফোনটির দুটি ভেরিয়েন্ট দেখানো হয়েছে যার মডেল নম্বর পিএএফ‌এম00 এবং পিএএফটি00। শোনা যাচ্ছে এর মধ্যে একটি ফোনে 5এক্স অপটিক্যাল জুম থাকবে এবং 3ডি ফেশিয়াল রেকগনেশন টেকনিক থাকবে। অন‍্যটিতে এই ফিচারের বদলে অন্য কোনো ফিচার থাকতে পারে। লিস্টিং থেকে জানা গেছে ফোনের ডায়মেনশন 156.7 × 74.3 × 9.4 এম‌এম হবে এবং ওজন 186 গ্ৰাম হবে।

এলজি লঞ্চ করেছে নতুন স্মার্টফোন সিরিজ, এক সঙ্গে লঞ্চ হল তিনটি দারুণ স্মার্টফোন

টেনাতে বেশি তথ্য দেওয়া নেই। কিন্তু ধারণা করা হচ্ছে ফোনটি ডুয়েল এঞ্জ কার্ভড ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে। এতে 6.4 ইঞ্চির এমোলেড ডিসপ্লে থাকতে পারে এবং এর ওপরের দিকে খাজ থাকবে। ওপ্পো এই হাইএন্ড ডিভাইসটি ব্ল‍্যাক এবং হোয়াইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। এতে 8 জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে এবং কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট থাকবে।

6 জিবি র‍্যাম এবং 6.2 ইঞ্চির নচ ডিসপ্লের।সঙ্গে লঞ্চ হল লেনোভোর স্টাইলিশ স্মার্টফোন জেড5

লিক থেকে জানা গেছে এতে মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে এবং 128 জিবি ইন্টারনাল মেমরি থাকতে পারে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা আছে এবং ফ্রন্টে 20 মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে। এতে 15 মিনিটের মধ্যে চার্জ হয়ে যাওয়া সুপার ফাস্ট ফ্ল‍্যাশ চার্জ টেকনিকসহ 3,645 এম‌এএইচ ব‍্যাটারী থাকতে পারে। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 5জি কানেক্টিভিটি থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here