রাঁচির এক ব‍্যাক্তি এমন এক রোবট বানিয়েছে যা ভোজপুরী ও মারাঠিতেও কথা বলতে পারে, একে দেখে চীন ও আমেরিকার বিজ্ঞানীরা অবাক

টেকনোলজির দিক থেকে ভারতীয়রা অন‍্যান‍্য দেশের বিজ্ঞানীদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই তা সমগ্ৰ বিশ্ব জানে। পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানির অত‍্যন্ত বড় পদে ভারতীয় নাগরিকগণ কর্মরত। বড় বড় কোম্পানির অফিসেই শুধু নয় শহরের বিভিন্ন অলিগলিতেও এই প্রতিভার সন্ধান পাওয়া যায়। রাঁচির এক ব‍্যাক্তি এমন কিছু করেছেন যে চীন ও আমেরিকান বিজ্ঞানীরা অবাক হয়েছেন। 38 বছর বয়সী রঞ্জিত এমন এক দেশী রোবট বানিয়েছে যা পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানীদের অবাক করেছে।

রঞ্জিত শ্রীবাস্তব সম্পূর্ণ নিজের প্রতিভা ও পরিশ্রমের সাহায্যে এই দেশী রোবট বানিয়েছেন। এই রোবটের নাম “রশমি” রাখা হয়েছে। রশমি বিশ্ববিখ্যাত রোবট সোফিয়ার দেশী বললে খুব ভুল বলা হবে না। প্রসঙ্গত সোফিয়া বিশ্বের প্রথম এমন রোবট যে কোনো দেশের নাগরিকত্ব লাভ করেছে। সোফিয়া সংযুক্ত আরব আমিরাতের সরকার দ্বারা সেই দেশের নাগরিকত্ব পেয়েছে। রঞ্জিত সোফিয়াকে দেখেই অনুপ্রাণিত হয়ে রশমির আবিস্কার করেছেন।

রশমির অনেক গুণের মধ্যে অন‍্যতম হল রশমি রোবট হয়েও হিন্দি ও ইংলিশের সঙ্গে সঙ্গে ভোজপুরী ও মারাঠিতেও কথা বলতে পারে। 38 বছর বয়সী রাঁচির রঞ্জিত ল‍্যাঙ্গুয়েস্টিক ইন্ট্রিগ্ৰেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেশিয়াল রেকগনেশন সিস্টেম ও ভিজুয়াল ডেটার মত ফিচারের মিশ্রণে রশমির আবিষ্কার করেছেন। রশমি এমন সফটওয়্যার দিয়ে কাজ করে যার আবিষ্কার স্বয়ং রঞ্জিত করেছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী রঞ্জিতের রশমি ল‍্যাঙ্গুয়েস্টিক ইন্টেলিজেন্সের সাহায্যে যে কোনো কথাবার্তার মানে বুঝতে সক্ষম এবং এআই টেকনিকের দৌলতে সেগুলি ডিকোড বা অ্যানালাইস করে তার উত্তর দিতেও সক্ষম। প্রসঙ্গত রঞ্জিত একজন এমবিএ হোল্ডার এবং গত 15 বছর ধরে তিনি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছেন। মাত্র 2 বছরের মধ্যে 50 হাজার টাকা খরচ করে তিনি রশমিকে বানিয়েছেন।

মানুষের মত কথা বুঝতে ও বলতে সক্ষম রশমির ওপর রঞ্জিত এখনও কাজ করছে এবং তার বক্তব্য অনুযায়ী রশমিকে একজন মানুষের মত হাই ইন্টেলিজেন্স রোবট বানাতে আরও কিছু সময় লাগবে। রশমিকে ইউএইর সোফিয়ার দেশী সংস্করণ বলা হচ্ছে। সোফিয়ার আবিষ্কার হ‍্যানশন রোবটিক্স ফার্ম দ্বারা করা হয়েছে। সোফিয়া কোনো সুন্দরী মহিলার মত দেখতে এবং তার ইন্টেলিজেন্স, স্কিল ও সোশ্যাল প্রেজেন্স দেখে একে এতটাই দক্ষ মনে করা হয়েছে যে তাকে সেখানকার নাগরিক ঘোষিত করা হয়েছে।

সোফিয়া শুধুমাত্র স্মার্ট ও ইন্টেলিজেন্ট‌ই নয় বরং তার হাব ভাব, মুখের অঙ্গিভঙ্গি ও কথা বলার ধরণ সবটাই মানুষের মতোই।সোফিয়া একজন সাধারণ মানুষের মত হাসে, রাগ করে, মন খারাপ করে আবার অবাক হতেও পারে। বিভিন্ন প্রশ্নের উত্তর সেভ করে রেখে সোফিয়া বৈজ্ঞানিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে শুধুমাত্র বুঝতে নয় বরং সমালোচনা ও উপদেশ দিতেও সক্ষম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here