লঞ্চের আগেই লিক হল Vivo S17 এবং S17 Pro স্মার্টফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ক্যামেরা ডিটেইলস

Highlights

  • Vivo S17 সিরিজ মে মাসে লঞ্চ হবে।
  • এই সিরিজে Qualcomm এবং MediaTek প্রসেসর থাকবে।
  • এই সিরিজের ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে।

বর্তমানে Vivo তাদের হোম মার্কেট চীনে S17 সিরিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির সাথে সরাসরি Oppo Reno 10 লাইনআপ স্মার্টফোনগুলির প্রতিযোগিতা দেখা যাবে। Vivo এবং Oppo-এর এই স্মার্টফোনগুলি চীনে মে বা জুন মাসে লঞ্চ হতে পারে। লঞ্চের আগে Vivo-এর আসন্ন S17e, S17 এবং S17 Pro স্মার্টফোনের একাধিক তথ্য সামনে এসেছে। TechGoing তাদের লেটেস্ট রিপোর্টে Digital Chat Station এর সূত্র অনুযায়ী Vivo S17 এবং S17 Pro স্মার্টফোনের কিছু স্পেসিফিকেশন শেয়ার করেছে। আরও পড়ুন: 26 এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে Vivo X90 সিরিজ, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Vivo S17 সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

প্রসেসর

  • Vivo S17 স্মার্টফোনে Qualcomm এবং S17 Pro স্মার্টফোনে MediaTek চিপসেট থাকবে।

রিপোর্ট অনুযায়ী Vivo S17 সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ হতে পারে। এর মধ্যে Vivo S17e (V2285A), Vivo S17 (V2283A), এবং Vivo S17 Pro (V2284A) অন্তর্ভুক্ত থাকতে পারে। Vivo-এর আসন্ন S17e মডেলে কোন প্রসেসর দেওয়া হবে, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। লেটেস্ট রিপোর্টে অনুযায়ী Vivo S17 স্মার্টফোনটি Snapdragon SM7325 এর সাথে লঞ্চ হবে। Qualcomm-এর এই প্রসেসর Snapdragon 778G বা Snapdragon 782G হতে পারে।

Vivo S17 Pro ফোনটি MediaTek এর Dimensity 8200 চিপসেটের সাথে দেওয়া যেতে পারে। এর আগে কোম্পানি যথাক্রমে Snapdragon 870 এবং Dimensity 8200 চিপসেটের সাথে Vivo S16 এবং S16 Pro স্মার্টফোনগুলি পেশ করেছিল। আরও পড়ুন: জেনে নিন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার উপায়

ডিসপ্লে

  • OLED ডিসপ্লে
  • হাই রেজলিউশন

ডিজিটাল চ্যাট স্টেশন আরও দাবি করেছে যে আসন্ন Vivo S17 এবং S17 Pro স্মার্টফোনগুলি 1.5K রেজলিউশন সহ OLED ডিসপ্লে সাপোর্ট করবে। তবে বর্তমানে ডিসপ্লের সাইজ সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। গত কয়েকটি রিপোর্টে বলা হয়েছিল যে Vivo এর S17 সিরিজের ডিসপ্লে কার্ভ এজ সাপোর্ট সহ আসবে।

ক্যামেরা এবং ব্যাটারি

  • 50MP প্রাইমারি ক্যামেরা
  • 80W ফাস্ট চার্জিং

Vivo S17 এবং S17 Pro স্মার্টফোনের রেয়ার ক্যামেরা সেটআপে একটি 50-মেগাপিক্সেল Sony IMX766V প্রাইমারি ক্যামেরা থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। এর পাশাপাশি এই সিরিজের সেকেন্ডারি ক্যামেরায় 12-মেগাপিক্সেল IMX663 টেলিফটো সেন্সর থাকবে। আরও পড়ুন: 13 হাজারের বাজেটে লঞ্চ হল Samsung Galaxy M14 5G স্মার্টফোন, পাবেন 50MP ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি পাওয়ার

Vivo S17 সিরিজের ব্যাক প্যানেলের অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনও কোন তথ্য পাওয়া যায় নি। তবে আসন্ন Vivo S17 সিরিজের স্মার্টফোনগুলি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে বলে জানা গেছে। বর্তমানে Vivo এর আসন্ন এই মোবাইল ফোনের ব্যাটারি সম্পর্কে কিছু জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here