Smartphones - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 04 May 2024 07:59:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.4 জেনে নিন নিমেষের মধ্যে মোবাইলের সঙ্গে টিভি কানেক্ট করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-connect-phone-to-smart-tv-wirelessly-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-connect-phone-to-smart-tv-wirelessly-know-in-bengali/#respond Sat, 04 May 2024 07:59:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49173 স্মার্টফোনের সঙ্গে স্মার্টটিভি কানেক্ট করার সহজ পদ্ধতি

The post জেনে নিন নিমেষের মধ্যে মোবাইলের সঙ্গে টিভি কানেক্ট করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
গত কয়েক বছর স্মার্টফোনগুলির স্ক্রিন অনেক বড় হয়েছে এবং ফোনের কোয়ালিটিও অনেক ভালো হয়েছে। এখনকার ফোনে উন্নত প্যানেলের সঙ্গে স্টেরিও স্পিকার ইত্যাদি পাওয়া যায়। কিন্তু ঘরে বসে সিনেমা বা ভিডিও দেখার ক্ষেত্রে টিভির বড় স্ক্রিনের সঙ্গে মোবাইলের তুলনা চলে না। যদিও আজকাল স্মার্টফোনগুলিতে টিভিতে অন ডিভাইস কন্টেন্ট মিরর করার সুবিধা পাওয়া যায়। আপনিও যদি স্মার্টফোনে উপস্থিত ভিডিও, ছবি ইত্যাদি টিভির স্ক্রিনে দেখতে চান, তাহলে জেনে নিন স্মার্টফোনের সঙ্গে ওয়্যারলেস পদ্ধতিতে স্মার্ট টিভি কানেক্ট করার সহজ কিছু কৌশল।

স্মার্ট টিভির সাথে অ্যান্ড্রয়েড ফোন কানেক্ট করার পদ্ধতি

আজকাল বেশিরভাগ স্মার্টফোনেই Screen Mirroring এর অপশন রয়েছে। একটি স্মার্ট টিভিতে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রীনকে ওয়্যারলেসভাবে কানেক্ট করার জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে-

  • এর সবচেয়ে সহজ পদ্ধতি হল স্মার্টফোনের Quick Settings Panel এ যান। এখানে আপনি Cast এর অপশন দেখতে পাবেন।
  • আপনি যদি Quick Settings Panel এ এই অপশনটি না দেখতে পান , তাহলে এডিট বাটনে ক্লিক করতে পারেন এবং Screen Cast টগলটি খুঁজতে হবে।
  • কাস্ট বাটনটি ক্লিক করে ধরে রাখুন এবং এটিকে quick settings ট্রেতে টেনে আনুন৷
  • স্ক্রিন কাস্ট বাটনটি টগল করুন এবং দেখুন যে আপনার স্মার্ট টিভি তালিকায় দেখা যাচ্ছে কি না।
  • তারপর আপনার Android ফোন মিরর করতে আপনার টিভির নামের উপর ক্লিক করুন।

আপনি যদি অ্যান্ড্রয়েড স্ক্রিন কাস্টিং Disable করতে চান, তাহলে quick setting প্যানেলে কাস্ট টগলে আলতো ক্লিক করুন৷ অ্যান্ড্রয়েড স্ক্রিন মিররিং অ্যান্ড্রয়েড 5.0 বা তার পরবর্তী ভার্সনে রয়েছে। যদি স্ক্রিন কাস্ট অপশনটি quick setting প্যানেলে উপস্থিত না হয়, তাহলে আপনার ডিভাইসের setting চেক করুন, সেখানে একটি ভিন্ন নামে অ্যান্ড্রয়েড ফোনকে টিভির সাথে ওয়্যারলেসভাবে কানেক্ট করার অপশন রয়েছে। উদাহরণস্বরূপ, Xiaomi ডিভাইসে সেটিংসের মধ্যে দুটি অপশন রয়েছে যা কাস্ট এবং ওয়্যারলেস ডিসপ্লের মাধ্যমে স্ক্রিন মিররিং অফার করে। বেশিরভাগ ইউজাররা ওয়্যারলেস ডিসপ্লের সাহায্যে তাদের Xiaomi স্ক্রিন কাস্ট করতে পারে। এর জন্য আপনাকে Xiaomi এর ফোনে Settings > Connection & Sharing > Wireless display তে যেতে হবে।

Google Home App এর সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রীন মিরর করার পদ্ধতি

আপনি যদি ফোনের স্ক্রিন কাস্ট ফিচারের সাহায্যে অ্যান্ড্রয়েড ফোনটিকে টিভির সঙ্গে কানেক্ট করতে না পারেন তাহলে আপনি Google Home অ্যাপের সাহায্যও নিতে পারেন। এটি আপনার স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড স্ক্রিন কানেক্ট করার একটি ভাল পদ্ধতি। আপনার যদি Chromecast থাকে বা আপনার কাছে বিল্ট ইন অ্যান্ড্রয়েড টিভি থাকে তাহলে এই পদ্ধতিটি কাজ করবে।

  • গুগল প্লে স্টোর থেকে Google Home অ্যাপটি ডাউনলোড করুন।
  • আপনি যদি ইতিমধ্যেই Google Chromecast সেট আপ না করে থাকেন, তাহলে প্রথমে এটি সেট আপ করুন৷ যদি আপনার স্মার্ট টিভিতে Chromecast বিল্ট-ইন থাকে, তাহলে এটি অটোমেটিক অ্যাপে দেখা যাবে।
  • ডিভাইসটিতে হালকা ক্লিক করুন এবং তারপরে নীচে আপনি Cast my screen অপশনটি দেখতে পাবেন।
  • Cast screen এ ট্যাপ করার পরে Start Now তে ক্লিক করুন। তারপর আপনার স্মার্টফোনের স্ক্রিন টিভিতে দেখা যাবে।
  • আপনি যদি স্মার্ট টিভিতে অ্যান্ড্রয়েড ফোনের মিরর বন্ধ করতে চান, তাহলে আপনাকে Stop Mirroring অপশনটি বেছে নিতে হবে।

iPhone কে স্মার্ট টিভির সাথে কানেক্ট করার পদ্ধতি

আপনি চাইলে আপনার iPhones এবং iPads(iPads) সহজেই টিভিতে Mirror করতে পারবেন। তবে এর জন্য আপনার একটি Apple TV বা AirPlay 2 সাপোর্ট করে এমন স্মার্ট টিভির প্রয়োজন হবে। ওয়্যারলেসভাবে আপনার টিভিতে iPhone কানেক্ট করতে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।

  • প্রথমে আপনার iPhone /iPad এবং স্মার্ট টিভি একই ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করতে হবে।
  • কন্ট্রোল সেন্টারে যাওয়ার জন্য উপরের ডান কোণ থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে।
  • স্ক্রিন মিররিং এর উপর ট্যাপ করুন এবং তালিকা থেকে স্মার্ট টিভি অপশনটি সিলেক্ট করুন।

যদি আপনার কাছে Apple TV বা AirPlay 2 সাপোর্টেড স্মার্ট টিভি না থাকে, তাহলেও আপনি iOS ডিভাইসে Chromecast enable অ্যাপগুলি থেকে কন্টেন্ট স্ট্রিম করতে পারবেন৷ এরজন্য শুধু অ্যাপটি খুলতে হবে (যেমন YouTube), কাস্ট বাটনে হালকা ক্লিক করতে হবে এবং তালিকা থেকে আপনার টিভিটি সিলেক্ট করতে হবে। এই ফিচারটি শুধুমাত্র iOS 13 এবং তার উপরের ভার্সনে কাজ করে।

FAQs

স্ক্রিন মিররিং কী?

আজকাল বেশিরভাগ স্মার্টফোনে স্ক্রিন মিররিং (কাস্টিং) ফিচার রয়েছে, যার সাহায্যে আপনি স্মার্ট টিভিতে স্মার্টফোনের কনটেন্ট দেখতে পারেন। আপনি ছবি দেখতে, গেম খেলতে এবং বড় স্ক্রিনে সিনেমা দেখতে চাইলে এই ফিচারটি আরও কার্যকর। স্মার্ট টিভিতে স্ক্রিন মিররিং ফাংশনালিটি বিল্ট ইন থাকে, তবে পুরানো টিভিগুলির জন্য আপনার একটি মিডিয়া স্টিক বা মিডিয়া প্লেয়ারের প্রয়োজন হবে, যেমন Google Chromecast, Amazon Fire Stick, Roku ইত্যাদি। যাইহোক একটি স্মার্ট টিভিতে একটি স্মার্টফোন কাস্ট করার জন্য, আপনার স্মার্টফোন এবং টিভি উভয়ই একই ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ৷ এছাড়াও আপনার স্মার্ট টিভিতে অবশ্যই ক্রোমকাস্ট বিল্ট ইন থাকতে হবে বা আপনার অবশ্যই একটি স্ট্রিমিং ডিভাইস থাকতে হবে যা স্ক্রিন মিররিং সাপোর্ট করে।

অ্যান্ড্রয়েড ফোনকে কীভাবে পুরানো টিভির সাথে কানেক্ট করা যায়?

সাধারণত পুরনো টিভিগুলিতে স্ক্রিন মিররিং বা স্ক্রিনকাস্টিংয়ের মতো ফিচারগুলি ছিল না, কারণ সেখানে কোনও Wi-Fi ইন্টিগ্রেশন থাকত না। যাইহোক গুগল ক্রোমকাস্ট, অ্যাপল ফায়ার টিভি স্টিক বা অন্য কোনও অ্যান্ড্রয়েড-বেসড ডঙ্গল স্মার্টফোনটিকে একটি পুরনো টিভিতে মিরর করতে ব্যবহার করা যেতে পারে। একটি নন-স্মার্ট টিভিতে HDMI পোর্টের সাথে ডঙ্গল কানেক্ট করতে হয়, তারপর উপরের পদ্ধতিগুলি অনুসরণ করে ব্যবহার করা যেতে পারে।

স্মার্টফোন স্মার্ট টিভির সাথে কানেক্ট হচ্ছে না?

আপনি যদি আপনার টিভিতে আপনার স্মার্টফোনটি মিরর করতে না পারেন তাহলে প্রথমে আপনার টিভি এবং স্মার্টফোন উভয়ই পুনরায় চালু করুন। নিশ্চিত করুন যে আপনার ফোন এবং স্মার্ট টিভি একই Wi-Fi নেটওয়ার্কের সাথে কানেক্টেড রয়েছে৷ একবার হয়ে গেলে আপনার স্মার্টফোনটিকে আপনার স্মার্ট টিভিতে কানেক্ট করার চেষ্টা করুন। আপনি যদি এখনও এই সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার Wi-Fi রাউটার রিবুট করার চেষ্টা করুন এবং তারপর আবার চেষ্টা করুন।

 

The post জেনে নিন নিমেষের মধ্যে মোবাইলের সঙ্গে টিভি কানেক্ট করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-connect-phone-to-smart-tv-wirelessly-know-in-bengali/feed/ 0
আজ থেকে সস্তায় কেনা যাবে মোবাইল ফোন এবং টিভি, কমে যাবে দাম! কমেছে GST https://www.91mobiles.com/bengali/gst-on-mobile-phone-in-india-reduced-by-government-read-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/gst-on-mobile-phone-in-india-reduced-by-government-read-details-in-bengali/#respond Sat, 01 Jul 2023 10:00:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=41856 কমে গেল মোবাইল ফোন এবং টিভির ট্যাক্স

The post আজ থেকে সস্তায় কেনা যাবে মোবাইল ফোন এবং টিভি, কমে যাবে দাম! কমেছে GST first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য একটি দারুণ সুখবর রয়েছে। আজ অর্থাৎ 1 জুলাই 2023 থেকে ভারতের মার্কেটে মোবাইল ফোনসহ আরও কিছু ইলেকট্রনিক আইটেমের ওপর প্রযোজ্য GST কমিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে নতুন ফোন কেনার সময় গ্রাহকদের আগের তুলনায় 19 শতাংশ কম ট্যাক্স দিতে হবে এবং ফিচার ফোনের দাম তো আরও কম হবে। আরও পড়ুন: পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে

সস্তা হবে মোবাইল ফোন

ভারত সরকারের পক্ষ থেকে মোবাইল ফোন গ্রাহকদের কিছুটা স্বস্তি দিয়ে ফোন কেনার সময় প্রযোজ্য GST কমিয়ে দেওয়া হয়েছে। আগে ফোন কেনার সময় 31.3 শতাংশ জিএসটি দিতে হত। এখন এটি কমিয়ে 12 শতাংশ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্র সরকার 19% এর থেকেও বেশি ট্যাক্স কমিয়ে দিয়েছে এবং এর ফলে সবথেকে বেশি লাভবান হবেন মোবাইল ফোন ক্রেতারা।

মোবাইল ফোনের দামে জিএসটি কমিয়ে দেওয়ার প্রভাব সবথেকে বেশি দেখা যাবে সাধারণ মানুষের পকেটে। এখন থেকে গ্রাহকদের ফোন কেনার সময় সেলিং প্রাইসের সঙ্গে কম ট্যাক্স দিতে হবে। এদিকে জিএসটি কমে যাওয়ার পর মোবাইল কোম্পানিগুলিও তাদের প্রোডাক্টের দাম কমাতে পারে। আগামী দিনে মার্কেটে যে নতুন লটের ফোন আসবে সেগুলির দাম অপেক্ষাকৃত কম হবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Samsung Galaxy Z Fold 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

টিভি কেনার সময়ও দিতে হবে কম দাম

মোবাইল ফোনের পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে টেলিভিশনের ওপর ধার্য জিএসটিও কমিয়ে দেওয়া হয়েছে। আগে টিভি কেনার সময় গ্রাহকদের থেকে 31.3 শতাংশ জিএসটি নেওয়া হত, এখন কমিয়ে এই ট্যাক্স 18 শতাংশ করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি বর্তমানে শুধুমাত্র 27 ইঞ্চি বা এর থেকে ছোট স্ক্রিন সাইজের ক্ষেত্রেই এই GST (Goods and Services Tax) কমানো হয়েছে। 27″ এর থেকে বড় মাপের টিভির ক্ষেত্রে এখনও আগের মতো 31.3% ট্যাক্সই দিতে হবে।

এইসব প্রোডাক্টে কমানো হয়েছে GST

মোবাইল ফোন এবং টিভির পাশাপাশি ফ্রিজ, ওয়াশিং মেশিন, পাখা, কুলার, গিজার, মিক্সার, জুসার, ভ্যাকিউম ক্লিনার, LED, ভ্যাকিউম ফ্লাস্ক এবং ভ্যাকিউম বাসনপত্রের মতো হোম অ্যাপ্লায়েন্সের দাম থেকে জিএসটি কমানো হয়েছে। ওপরে দেওয়া ছবিতে এই বিষয়ে সমস্ত তথ্য জানতে পারবেন। আরও পড়ুন: ভারতে 3 জুলাই লঞ্চ হবে Moto Razr 40 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আজ থেকে সস্তায় কেনা যাবে মোবাইল ফোন এবং টিভি, কমে যাবে দাম! কমেছে GST first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/gst-on-mobile-phone-in-india-reduced-by-government-read-details-in-bengali/feed/ 0
মে মাসেই লঞ্চ হবে POCO F5, Google Pixel 7A, Realme 11 Pro সিরিজসহ একাধিক স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা https://www.91mobiles.com/bengali/smartphones-will-be-launched-in-may-2023-including-poco-f5-google-pixel-7a-realme-11-pro-series-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/smartphones-will-be-launched-in-may-2023-including-poco-f5-google-pixel-7a-realme-11-pro-series-list-in-bengali/#respond Thu, 04 May 2023 04:00:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=39597 10 মে14,999 টাকা দামে লঞ্চ হতে পারে Samsung Galaxy A24 স্মার্টফোন

The post মে মাসেই লঞ্চ হবে POCO F5, Google Pixel 7A, Realme 11 Pro সিরিজসহ একাধিক স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
2023 সালটি স্মার্টফোন কোম্পানিগুলির জন্য বেশ ভালোই কাটছে। ইতিমধ্যে গত চার মাসে কোম্পানিগুলি প্রচুর স্মার্টফোন লঞ্চ করেছে। Google, Realme, Moto, Oppo, Samsung, Techno এবং Xiaomi সহ বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড এই মাসে অর্থাৎ 2023 সালের মে মাসে বিভিন্ন সেগমেন্টে স্মার্টফোন লঞ্চ করবে। এই পোস্টে 2023 সালের মে মাসে লঞ্চ হতে চলা স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: আমাজন গ্রেট সামার সেল 2023 : সস্তায় পাওয়া যাচ্ছে স্মার্টফোন, দেখে নিন সবচেয়ে সেরা ডিলের তালিকা

2023 সালের মে মাসে আসন্ন স্মার্টফোনগুলির তালিকা৷

  1. Poco F5
  2. Realme 11 Pro series
  3. Vivo Y36 4G
  4. Pixel 7A
  5. Tecno Spark 10 5G
  6. Realme Narzo N53
  7. Samsung Galaxy F54
  8. Samsung Galaxy A24
  9. Moto Razr 40 Ultra
  10. OPPO F23 Pro 5G
  11. Pixel Fold
  12. iQOO Neo 8 Pro

POCO F5 5G

  • দাম : 34,990 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 9 মে 2023

Poco F5 স্মার্টফোনটি ভারতে মে মাসে লঞ্চ হতে চলেছে। এই Poco স্মার্টফোনটি Snapdragon 7+ Gen 2 প্রসেসরসহ লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.67-ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে।

এই ফোনে 5160mAh ব্যাটারি এবং 67W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Poco-এর আসন্ন ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্সযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। এই ফোনে একটি 16MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme 11 Pro সিরিজ

  • দাম : 28,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে 2023

Realme 11 Pro এবং 11 Pro+ এই মাসে লঞ্চ হতে চলেছে। আসন্ন Realme 11 Pro সিরিজ তার সেগমেন্টে অনেকগুলি নতুন ফিচারসহ লঞ্চ হবে। Realme তাদের উভয় স্মার্টফোনেই 120Hz রিফ্রেশরেটযুক্ত FHD+ ডিসপ্লে দেবে। এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। লিক রিপোর্ট অনুযায়ী Realme 11 Pro+ ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এর পাশাপাশি Realme 11 Pro ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme 11 Pro ফোনে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হবে এবং Realme 11 Pro+ ফোনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। 11 Pro+ ফোনে 4500mAh ব্যাটারির সাথে 100W চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। Pro ভেরিয়েন্টে 5000mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। এই দুটি স্মার্টফোনই MediaTek 7000 সিরিজের প্রসেসরসহ লঞ্চ করা হতে পারে। আরও পড়ুন: লঞ্চ হল লো বাজেট Moto G 5G (2023) ফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo Y36 4G

  • দাম : 19,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : মে মাসের তৃতীয় সপ্তাহ

Vivo মে মাসে একটি নতুন Y সিরিজের বাজেট স্মার্টফোন লঞ্চ করবে। এই Vivo ফোনটি দুর্দান্ত ডিজাইন এবং শক্তিশালী ফিচারসহ পেশ করা হবে। এই Vivo ফোনটিতে অক্টা-কোর 4G প্রসেসর দেওয়া হবে। এই Vivo ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজসহ লঞ্চ করা হবে।

ফটোগ্রাফির জন্য এই Vivo ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ফোনে একটি 2MP ডেপথ ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এর সাথে ফোনে ফ্রন্ট ক্যামেরার জন্য টিয়ারড্রপ নচ থাকবে। এই ফোনে 90Hz রিফ্রেশরেটসহ FHD LCD ডিসপ্লে দেওয়া হবে। এর সাথে ফোনটিতে 5000mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং দেখা যাবে।

Pixel 7a

  • দাম : 45,990 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে 2023 (সম্ভাব্য)

Google শীঘ্রই তাদের লেটেস্ট লো বাজেট ফোন Pixel 7A লঞ্চ করতে চলেছে। এই Google ফোনটি কোম্পানির বার্ষিক ডেভেলপার ইভেন্ট Google I/O 2023-এর মঞ্চে লঞ্চ করা হতে পারে। এই Google ফোনে 90Hz রিফ্রেশরেটসহ AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 10.8MP সেলফি ক্যামেরা দেখা যাবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 12MP আল্ট্রা ওয়াইড স্নগেল লেন্স দেওয়া হতে পারে।

Pixel 7 Pro ফোনে Tensor G2 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনে 4500mAh ব্যাটারি এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। আরও পড়ুন: জেনে নিন ওটিটি এবং সিনেমা হলে কোন কোন মুভি চলছে, র‌ইল তালিকা

Tecno Spark 10 5G

  • দাম : 14,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 25 মে 2023 (সম্ভাব্য)

Tecno শীঘ্রই তাদের বাজেট স্মার্টফোন Tecno Spark 10 5G লঞ্চ করতে চলেছে। এই টেকনো ফোনটি 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফিচারসহ লঞ্চ হবে। এই ফোনে অক্টাকোর প্রসেসরসহ D6020 চিপসেট দেওয়া হবে। এতে 16GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ পাওয়া যাবে।

আসন্ন Tecno Spark 10 5G স্মার্টফোনটিতে 90Hz রিফ্রেশ রেটসহ 6.56-ইঞ্চির LCD ডিসপ্লে থাকবে। এই ফোনে FHD রেজলিউশনযুক্ত ডিসপ্লে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP AI ক্যামেরা সেন্সর থাকবে। এই ফোনটিতে 2MP ডেপথ ক্যামেরা সেন্সর থাকবে। সেলফির জন্য Tecno Spark 10 5G ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme Narzo N53

  • দাম : 12,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে 2023 (সম্ভাব্য)

Realme Narzo N53 স্মার্টফোন বাজেট ক্যাটাগরিতে লঞ্চ হবে। এই Realme স্মার্টফোনটি Realme 11 Pro সিরিজের স্মার্টফোনের সাথে লঞ্চ করা হতে পারে। Narzo N53 ফোনটি 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM + 128GB স্টোরেজসহ  অক্টাকোর 4G প্রসেসরের সাথে লঞ্চ হতে পারে।

এই ফোনে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি 90Hz LCD ডিসপ্লে, পাঞ্চ হোল কাটআউট সেলফি ক্যামেরা এবং ডুয়াল ক্যামেরা সেটআপসহ লঞ্চ হবে। আরও পড়ুন: সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হল Vivo Y36 স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে এই ফোনটি

Samsung Galaxy F54

  • দাম : 24,900 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে (সম্ভাব্য)

Samsung এর F সিরিজের আসন্ন Galaxy F54 স্মার্টফোনটি 2023 সালের মে মাসে লঞ্চ হবে। Samsung এর F সিরিজের এই ফোনটি বাজেট ক্যাটাগরিতে লঞ্চ হবে। আসন্ন Samsung Galaxy F54 স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশরেটসহ এবং FHD+ রেজলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ হোল কাটআউট দেওয়া হবে।

এই Samsung ফোনে 108MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হবে। এতে Exynos 1380 5G চিপসেট, 8GBRAM এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে। এই Samsung ফোনটি 6000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিংসহ লঞ্চ হবে।

Samsung Galaxy A24

  • দাম : 14,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 10 মে (সম্ভাব্য)

কম দামে শক্তিশালী ফিচারসহ Samsung Galaxy A24 স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হবে। লিক রিপোর্ট অনুযায়ী এই Samsung ফোনে Snapdragon 695 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজসহ লঞ্চ হবে। এই Samsung ফোনটি 5,000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Samsung Galaxy A24 ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপসহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপের প্রাইমারি ক্যামেরা 50MP হবে বলে জানা গেছে এবং এর সঙ্গে 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হবে। এর সাথে ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। আরও পড়ুন: ভারতে চালু হল Right to Repair, এই নতুন আইনের সাহায্যে মোবাইল ইউজাররা কীভাবে উপকৃত হবেন? জেনে নিন ডিটেইলস

Moto Razr 40 Ultra

  • দাম : 139990 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : মে 2023

আসন্ন Moto Razr 40 Ultra ফ্লিপ ফোনটি দুর্দান্ত ডিজাইনের সাথে লঞ্চ হবে। এই ফোনে 512GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র‍্যাম দেওয়া হবে। এতে Qualcomm-এর Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকবে। Motorola-এর এই ফোনে বিগ কভার ডিসপ্লে পাওয়া যাবে।

এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12MP ডেপথ সেন্সর দেওয়া হবে। এর সাথে ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.73-ইঞ্চির POLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনে 3640mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

OPPO F23 Pro 5G

  • দাম : 24,999 টাকা (সম্ভাব্য)
  • লঞ্চের তারিখ : 15 মে 2023 (সম্ভাব্য)

OPPO F23 Pro 5G স্মার্টফোনটি অনন্য ফিচারসহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 8GB র‍্যামের সাথে Qualcomm Snapdragon 695 প্রসেসর দেওয়া হতে পারে। আসন্ন OPPO F23 Pro 5G ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সর দেওয়া হতে পারে। এতে 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

Oppo-এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং সুপার VOOC চার্জিং দেওয়া হতে পারে। এতে 6.72-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে এবং এই ফোনটি পাঞ্চ হোল কাটআউটসহ লঞ্চ করা হতে পারে। আরও পড়ুন: Jio লঞ্চ করল JioDive VR হেডসেট, 100 ইঞ্চি স্ক্রিনে দেখা যাবে IPL, এবার ধোনি-কোহলির ছক্কা হবে আরও মজাদার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মে মাসেই লঞ্চ হবে POCO F5, Google Pixel 7A, Realme 11 Pro সিরিজসহ একাধিক স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/smartphones-will-be-launched-in-may-2023-including-poco-f5-google-pixel-7a-realme-11-pro-series-list-in-bengali/feed/ 0
সেরা 10টি ফাস্ট চার্জিং স্মার্টফোন, চোখের নিমেষে হয়ে যাবে ফুল চার্জ, দেখে নিন তালিকা https://www.91mobiles.com/bengali/best-fast-charging-smartphones-in-india-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-fast-charging-smartphones-in-india-check-list-in-bengali/#respond Fri, 07 Apr 2023 09:00:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38699 মাত্র 10 মিনিটে ফুল চার্জ হয়ে যায় Realme GT3 স্মার্টফোন

The post সেরা 10টি ফাস্ট চার্জিং স্মার্টফোন, চোখের নিমেষে হয়ে যাবে ফুল চার্জ, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোনের মার্কেটে গত কয়েক বছর ধরে টেকনোলজি অনেক আপগ্রেড হয়েছে। বিশেষ করে মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে অন্তত এমনটাই বলা যেতে পারে। তবে এখন আর মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় চার্জের জন্য নষ্ট করতে হয় না। বর্তমান সময়ে মার্কেটে এমন অনেক স্মার্টফোন রয়েছে যেগুলি 10 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। হ্যাঁ! আপনি ঠিক শুনেছেন, দশ মিনিটের মধ্যে ফোনটি শূন্য থেকে 100 শতাংশ চার্জ হয়ে যায়। আজকের এই পোস্টে আপনাদের সেরা 10টি ফাস্ট চার্জিং স্মার্টফোনের তালিকা জানানো হল।

সবথেকে ফাস্ট চার্জিং স্মার্টফোন

  1. Realme GT3
  2. iQOO 11 Pro
  3. Infinix Zero Ultra
  4. ZTE nubia Red Magic 8 Pro+
  5. OnePlus 10T
  6. Motorola Edge 40 Pro
  7. Xiaomi Poco F4 GT
  8. Xiaomi 13 Pro
  9. Xiaomi Redmi Note 12 Pro+
  10. OnePlus 11

Realme GT3 240W

  • ব্যাটারি: 4600mAh
  • চার্জিং: 240W
  • চার্জিং টাইম: 10 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8+ Gen 1

Realme GT3 স্মার্টফোনটি 240W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পেশ করা হয়েছে। মাত্র দশ মিনিটেই এই ফোনটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়। কোম্পানি জানিয়েছে যে GT3 ফোন চার্জ করার চার মিনিটে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়। এই ফোনটি Snapdragon 8+ Gen 1 প্রসেসর, 16GB পর্যন্ত RAM, 1TB পর্যন্ত স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। Realme এর ফ্ল্যাগশিপ ফোনটি 144Hz রিফ্রেশরেট সহ একটি 6.74-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে সাপোর্ট করে। ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি 50MP Sony IMX890 সেন্সর।

iQOO 11 Pro

  • ব্যাটারি: 4700mAh
  • চার্জিং: 200W চার্জিং
  • চার্জিং টাইম: 10 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8 Gen 2

এই ফোনটিতে একটি 6.78-ইঞ্চি E6 AMOLED Quad HD+ কার্ভড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশরেট 120Hz। এই ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর, 16GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ অপশনের সাথে পেশ করা হয়েছে। এই ফোনটিতে একটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে 4,700mAh ব্যাটারি রয়েছে যা 200W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ লঞ্চ করা হয়েছে।

Infinix Zero Ultra

  • ব্যাটারি: 4500mAh
  • চার্জিং টাইম: 180W
  • চার্জ করার সময়: 12 মিনিট
  • প্রসেসর: Dimensity 920 180W

Infinix Zero Ultra স্মার্টফোনটিতে একটি 6.8-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। Infinix-এর এই ফোনে MediaTek Dimensity 920 প্রসেসর এবং Mali-G68 MC4 GPU দেওয়া হয়েছে। এই ফোনটিতে 4,500mAh ব্যাটারি রয়েছে যা 180W থান্ডার চার্জার সাপোর্ট করে। এই ফোনটিতে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 200MP প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে একটি 32MP ক্যামেরা সেন্সর রয়েছে।

Nubia Red Magic 8 Pro+

  • ব্যাটারি: 5000mAh
  • চার্জিং: 165W
  • চার্জিং টাইম: 14 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8 Gen 2

Nubia RedMagic 8 Pro Plus স্মার্টফোনটিতে একটি 6.8-ইঞ্চি ফুল HD + OLED ডিসপ্লে রয়েছে। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 50MP। এর পাশাপাশি এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি যা 165W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

OnePlus 10T

  • ব্যাটারি: 4800mAh
  • চার্জিং: 150W
  • চার্জিং টাইম: 18 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8+ Gen 1

OnePlus 10T স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি ফুল-HD + 10-বিট AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যার রিফ্রেশরেট 120Hz। এই ফোনে Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাথে 16GB পর্যন্ত RAM এর সাপোর্ট রয়েছে। এর সাথে এই ফোনটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 150W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে একটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে।

Motorola Edge 40 Pro

  • ব্যাটারি: 4600mAh
  • চার্জিং: 125W
  • চার্জিং টাইম: 23 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8 Gen 2

Motorola Edge 40 Pro স্মার্টফোনে একটি 6.67-ইঞ্চি pOLED প্যানেল রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন হল 1,080 x 2,400 FHD+, রিফ্রেশরেট 165Hz। এই ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর পাওয়া যাচ্ছে। এই Motorola ফোনটিতে একটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনটিতে একটি 4,60mAh ব্যাটারি রয়েছে যা 125W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Poco F4 GT

  • ব্যাটারি: 4700mAh
  • চার্জিং: 120W
  • চার্জিং টাইম: 17 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8 Gen 1

POCO F4 GT স্মার্টফোনটিতে একটি 6.67-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এই AMOLED প্যানেলের রিফ্রেশরেট হল 120Hz এবং রেজলিউশন হল 2400×1080 পিক্সেল। POCO F4 GT ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 1 প্রসেসর, 8GB/12GB RAM এবং 128GB/256GB স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটিতে একটি 4,700mAh ব্যাটারি এবং 120W হাইপারচার্জ সাপোর্ট রয়েছে।
Poco-এর এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাচ্ছে।

Xiaomi 13 Pro

  • ব্যাটারি: 4820mAh
  • চার্জিং: 120W হাইপারচার্জ
  • চার্জিং টাইম: 19 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8 Gen 2

Xiaomi 13 Pro স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশরেট সহ একটি 6.73-ইঞ্চি 2K OLED ডিসপ্লে প্যানেল রয়েছে। Xiaomi-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, 12GB RAM এবং 512GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনে 4,820mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জ সাপোর্ট রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।

Xiaomi Redmi Note 12 Pro+

  • ব্যাটারি: 5000 mAh
  • চার্জিং: 120W
  • চার্জিং টাইম: 19 মিনিট
  • প্রসেসর: MediaTek Dimensity 1080

 

Redmi Note 12 Pro Plus স্মার্টফোনটিতে একটি 6.67-ইঞ্চি FHD + সুপার AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশরেট 120Hz। এই ফোনে MediaTek Dimensity 1080 প্রসেসর পাওয়া যাচ্ছে। Xiaomi এর ফোনে একটি 200MP প্রাইমারি ক্যামেরা রয়েছে।এই ফোনটিতে একটি 4,980mAh ব্যাটারি পাওয়া যায়।

OnePlus 11

  • ব্যাটারি: 5000mAh
  • চার্জিং: 100W
  • চার্জিং টাইম: 25 মিনিট
  • প্রসেসর: Snapdragon 8 Gen 2

OnePlus 11 5G স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চি QHD + E4 2.75D ফ্লেক্সিবল কার্ভ OLED LTPO 3.0 ডিসপ্লে রয়েছে। এই ফোনটি Qualcomm-এর Snapdragon 8 Gen2 প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। OnePlus 11 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সেরা 10টি ফাস্ট চার্জিং স্মার্টফোন, চোখের নিমেষে হয়ে যাবে ফুল চার্জ, দেখে নিন তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-fast-charging-smartphones-in-india-check-list-in-bengali/feed/ 0
প্রি-ইনস্টল অ্যাপের কারণে ব্যবসায়ে লোকসান, জেনে নিন সরকারের পরবর্তী প্ল্যান https://www.91mobiles.com/bengali/india-plans-new-security-rule-for-smartphones-pre-installed-apps-according-to-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/india-plans-new-security-rule-for-smartphones-pre-installed-apps-according-to-report-in-bengali/#respond Sun, 19 Mar 2023 05:00:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=37904 প্রি ইনস্টল অ্যাপ সম্পর্কিত নতুন সিকিউরিটি নিয়ম চালু হওয়ায় নতুন স্মার্টফোন লঞ্চে বিলম্ব হতে পারে

The post প্রি-ইনস্টল অ্যাপের কারণে ব্যবসায়ে লোকসান, জেনে নিন সরকারের পরবর্তী প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • রিপোর্ট অনুযায়ী সরকার স্মার্টফোনের জন্য একটি নতুন সিকিউরিটি তদন্তের পরিকল্পনা করছে।
  • প্রি-ইনস্টল করা অ্যাপগুলি স্মার্টফোন কোম্পানিগুলির ব্যবসায় লোকসান করছে।
  • ইউজারদের ডেটা প্রাইভেসি সিকিওর করার জন্য এই নিয়ম করা যেতে পারে।

সরকার Samsung, Xiaomi, Vivo এবং Apple-এর মতো কোম্পানির ফোনে প্রি-ইন্সটল করা অ্যাপস নিয়ে শীঘ্রই নতুন নিয়ম শুরু করার কথা ভাবছে। আসলে রয়টার্সের একটি রিপোর্টে জানানো হয়েছে যে ভারত সরকার শীঘ্রই স্মার্টফোন নির্মাতাদের ইউজারদের প্রি ইনস্টল করা অ্যাপগুলি সরানোর অনুমতি দেওয়ার জন্য বাধ্য করতে পারে। তবে এখন পর্যন্ত নতুন সিকিউরিটি নিয়ম সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী শীঘ্রই ভারতে নতুন সিকিউরিটি নিয়ম চালু হতে পারে। আরও পড়ুন: বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দু ChatGPT; এটি ব্যবহার করাও খুব সহজ, জেনে নিন পদ্ধতি

নতুন ফোন লঞ্চে বিলম্ব হতে পারে

নতুন সিকিউরিটি নিয়ম কার্যকর হওয়ার সাথে সাথে স্মার্টফোন নির্মাতাদের আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলি সরানোর জন্য এবং প্রধান অপারেটিং সিস্টেম আপডেটগুলির বাধ্যতামূলক স্ক্রীনিং এর অনুমতি দেওয়া হবে। বলা হচ্ছে এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন মার্কেটে নতুন স্মার্টফোন লঞ্চে বিলম্ব হতে পারে। যার মধ্যে Xiaomi, Samsung, Vivo এবং Apple এর মতো কোম্পানির ফোন থাকবে।

একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন যে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক গুপ্তচরবৃত্তি এবং ইউজারদের ডেটার অপব্যবহারের বিষয়ে চিন্তা করে এই নতুন নিয়মগুলি চালু করার বিবেচনা করছে। তবে এই তথ্য এখনও অফিসিয়ালি করা হয়নি। একই সঙ্গে ওই কর্মকর্তা বলেছেন, আগে থেকে ইনস্টল করা অ্যাপগুলির সিকিউরিটি দুর্বল হতে পারে, তারা তারা এটি নিশ্চিত করতে চাইছে যাতে চীন সহ কোন বিদেশী দেশ এর সুবিধা নিতে না পারে।

কিছু দিন আগে ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) এর জরিমানার পর গুগল ভারতীয় মার্কেটে তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল প্লে-স্টোর বিলিংয়ে বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করেছিল। আরও পড়ুন: Dimensity 9000+ এবং 50MP ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Tecno Phantom V Fold স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রি-ইনস্টল অ্যাপের কারণে ব্যবসায়ে লোকসান, জেনে নিন সরকারের পরবর্তী প্ল্যান first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/india-plans-new-security-rule-for-smartphones-pre-installed-apps-according-to-report-in-bengali/feed/ 0
আবারও বাড়তে চলেছে স্মার্টফোনের দাম! আগামী সময়ে দুর্লভ হয়ে উঠবে লো বাজেট স্মার্টফোন, জেনে নিন কারণ https://www.91mobiles.com/bengali/smartphones-price-in-india-will-increase-again-know-the-reason-why/ https://www.91mobiles.com/bengali/smartphones-price-in-india-will-increase-again-know-the-reason-why/#respond Tue, 05 Jul 2022 07:37:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28400 গ্লোবাল চিপের ঘাটতির জেরে দাম বাড়বে স্মার্টফোনের

The post আবারও বাড়তে চলেছে স্মার্টফোনের দাম! আগামী সময়ে দুর্লভ হয়ে উঠবে লো বাজেট স্মার্টফোন, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
গত কয়েক মাসে ভারতীয় স্মার্টফোন ইন্ডাস্ট্রি অনেক উত্থান-পতন দেখেছে। OPPO, Vivo, Infinix এবং Tecno সহ Xiaomi, Redmi, Realme এবং Samsung এর মতো অনেক মোবাইল ব্র্যান্ড তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। এই কোম্পানি গুলো শুধু যে মার্কেটে থাকা মোবাইল ফোনের দাম বাড়িয়েছে, তাই নয় বরং নতুন লঞ্চ হওয়া স্মার্টফোনের দামও অনেকটাই বাড়িয়েছে। মোবাইল কোম্পানিগুলো পর্যায়ক্রমে তাদের স্মার্টফোনের দাম বাড়াচ্ছে। এবার মোবাইল মার্কেট সম্পর্কিত আরও একটি খারাপ খবর সামনে এসেছে, যেখানে বলা হয়েছে যে আগামী দিনে স্মার্টফোনের দাম আরও বেশি হতে চলেছে।

দাম বাড়বে স্মার্টফোনের

বেশ কিছু মোবাইল ব্র্যান্ড গত মাসে তাদের স্মার্টফোনের দাম বাড়িয়েছে। এমন অনেক স্মার্টফোন মডেল আছে যেগুলোর দাম একবার নয়, দু-তিনবার বাড়ানো হয়েছে। 6,000 টাকা বা 7,000 টাকার বাজেটে লঞ্চ করা কম বাজেটের স্মার্টফোনের দাম এখন 8,000 টাকার বেশি। যেই দামে আগে 3GB RAM এবং 4GB RAM সহ ফোনগুলি পাওয়া যেত, এখন সেই দামে 2GB RAM স্মার্টফোনগুলি পাওয়া যাবে।

লো বাজেট স্মার্টফোনগুলির দাম দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি যদি ভাবছেন যে আগামী দিনে মোবাইল ফোনের দাম আরও কম হবে, তবে আপনি ভুল ভাবছেন। স্মার্টফোনের দাম 2019 সাল থেকে বৃদ্ধি পাচ্ছে এবং এই বিষয়টি আগামী বছর 2023-এও অব্যাহত থাকবে। আগামী দিনে আরও দামি হতে চলেছে স্মার্টফোন। নতুন স্মার্টফোনও বেশি দামে লঞ্চ করা হবে এবং বর্তমানে মার্কেটে থাকা মোবাইল ফোনের দামও আগামী মাস থেকে বাড়ানো হতে পারে।

কেন বাড়ছে স্মার্টফোনের দাম?

স্মার্টফোনের দাম বাড়ার প্রধান কারণ হল সেগুলোতে চিপ ঢোকানো। TSMC (Taiwan Semiconductor Company) তাদের নতুন রিপোর্টে দাবি করেছে যে গ্লোবাল চিপের ঘাটতির সমস্যা এখনই শেষ হচ্ছে না এবং এটি আরও এক বছর অর্থাৎ 2023 সাল পর্যন্ত চলবে। চিপসেটের অভাবের কারণে ইতিমধ্যেই স্মার্টফোনের প্রোডাকশন ও দাম নির্ধারণে দেখা গেছে। এখন এই চিপ নির্মাতা কোম্পানি গুলি চিপসেটের দামও বাড়াতে চলেছে। অর্থাৎ চিপ দামি হলে স্মার্টফোনের দামও বাড়বে।

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ TSMC সম্পর্কে খবর এসেছে যে অতীতে বিশ্বব্যাপী চিপ ঘাটতির সমস্যার সমাধান করার পরে, এই চিপসেট নির্মাতা কম লাভ সত্ত্বেও এখনও একই দামে চিপ সরবরাহ করছে। কিন্তু সেভাব লাভ না হওয়ায় কোম্পানি আগামী দিনে তাদের চিপসেট এবং এর সাথে সম্পর্কিত উপাদানগুলির দাম বাড়াতে চলেছে। যার ফলে স্মার্টফোন manufacturer কোম্পানি গুলো এই চিপটি আরও বেশি দামে পাবে।

প্রভাব পড়বে গ্রাহকদের ওপর

দাম বাড়ানোর এই পুরো প্রক্রিয়াটি একটি সার্কেলের মতো কাজ করবে। যেসব কোম্পানি চিপসেট তৈরি করে তারা তাদের চিপ-কম্পোনেন্টের দাম বাড়াবে এবং স্মার্টফোন নির্মাতাদের কাছে বেশি দামে সেল করবে। স্মার্টফোন ব্র্যান্ডগুলো দামি চিপসেট কিনবে তাদের মোবাইল ফোনের প্রোডাকশন এর খরচ বেড়ে যাওয়ার কারণে এই প্রোডাক্ট গুলির সেল প্রাইসও বাড়বে এবং বেশি দামে স্মার্টফোন বিক্রি হবে। যার ফলে নতুন মোবাইল কিনতে বাড়তি টাকা দিতে হবে মোবাইল ইউজারদের ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আবারও বাড়তে চলেছে স্মার্টফোনের দাম! আগামী সময়ে দুর্লভ হয়ে উঠবে লো বাজেট স্মার্টফোন, জেনে নিন কারণ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/smartphones-price-in-india-will-increase-again-know-the-reason-why/feed/ 0
সারা বিশ্বে বেজে উঠলো Made in India স্মার্টফোনে‌র শোরগোল, কোরোনা মহামারীতে দেশি ফোনের প্রভাব এভাবেই দেখা গেছে https://www.91mobiles.com/bengali/made-in-india-smartphone-exports-jump-in-june-2021-icea-report/ https://www.91mobiles.com/bengali/made-in-india-smartphone-exports-jump-in-june-2021-icea-report/#respond Thu, 26 Aug 2021 04:11:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18050 India তে Made in India এর উদ্যোগে স্মার্টফোনে‌র নির্মাণের বৃদ্ধি

The post সারা বিশ্বে বেজে উঠলো Made in India স্মার্টফোনে‌র শোরগোল, কোরোনা মহামারীতে দেশি ফোনের প্রভাব এভাবেই দেখা গেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
সারা বিশ্বে ভারত নির্মিত স্মার্টফোন‌কে পছন্দ করা হচ্ছে। এর কারন ঘরোয়া স্মার্টফোন ম‍্যানুফাকচারিঙে অনেকটাই বৃদ্ধি লক্ষ করা গেছে। এই বছর এপ্রিল-জুন তিনমাসে ভারচের স্মার্টফোন তৈরি তিন গুন বেড়ে 4,300 কোটি টাকা হয়ে গেছে, যা ইন্ডাস্ট্রিতে বদল আর বিকাসের প্রতি ইঙ্গিত দেখাচ্ছে। এই কথার পর্দাফাস ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) এর রিপোর্টে হয়েছে। যদি গত তিনমাসে‌র তুলনা করা হয় তাহলে এই বছর এপ্রিল থেকে জুনের তিনমাসে ভারতে মোবাইল এক্সপোর্টে 250 শতাংশের বৃদ্ধি হয়েছে। আসুন আগে আপনাকে এই রিপোর্ট সম্পর্কে জানাই।

ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) এর রিপোর্ট ছাড়া আপনাকে বলে দিই যে গত তিনমাসে প্রায় 1,300 কোটি টাকা ছিল। আবার এই রিপোর্ট আসার সাথেই ICEA এর চেয়ারম্যান পঙ্কজ মোহিন্দ্র বলেছেন যে মোবাইল হ‍্যান্ডসেট ম‍্যানুফাকচারিং ইন্ডাস্ট্রিতে প্রায় বৃদ্ধি দেখা যাচ্ছে।

এছাড়া মোহিন্দ্রো বলেছেন যে কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারত সরকার প্রোডাকশন লিঙ্কড ইনিশিয়েটিভ (PLI) স্কিমের মাধ্যমে ম‍্যানুফাকচারিং ইন্ডাস্ট্রির সাহায্যের কারনে ইলেকট্রনিক্স গুডস এক্সপোর্টের মামলায় গত বছরের তুলনায় 2021-22 এ 100 শতাংশ গ্রোথ করেছে।

অথচ স্মার্টফোন ছাড়া ভারতে আমদানি হ‌ওয়া ল‍্যাপটপ আর ট‍্যাবলেটে বছরের শেষ তিনমাসে 50 শতাংশ বৃদ্ধি দেখা গেছে। 2020-21 এর তুলনায় 2021-22 এ এই অংকটি 6,000 কোটি টাকা থেকে বেড়ে 10,000 কোটি টাকা হয়ে গেছে। ICEA এর অনুযায়ী প্রত‍্যেক সরকারের সাথে মিলে ল‍্যাপটপ আর ট‍্যাবলেটের আমদানি‌তে কম করার পলিসিতে কাজ করছে, যার থেকে ঘরোয়া স্তরে ল‍্যাপটপ আর ট‍্যাবলেট তৈরি করা যায় যাতে।

মার্কেট রিসার্চ ফার্ম Counterpoint Research এর বিগত দিনের রিপোর্টে দাবি করা হয়েছিল যে OPPO― যার মধ্যে OPPO এর সাব ব্র‍্যান্ড OnePlus আর Realme মে 2021 এ স্মার্টফোন মার্কেটে 16 শতাংশের অংশিদারি ছিল। এমতাবস্থায় ওপ্পো স‍্যামসাং এর পরে দ্বিতীয় নাম্বারে সবচেয়ে বড়ো স্মার্টফোন কোম্পানি হয়ে গেছে। OPPO 2013 তে OnePlus এর শুরু করেছিল। এর পরে ওপ্পো 2018 তে শাওমির সাব ব্র‍্যান্ড রেডমিকে টক্কর দিতে Realme নামের ব্র‍্যান্ড পেশ করেছিল। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী গ্লোবাল মার্কেটে Oppo এর মার্কেটে অংশিদারি 10 শতাংশের। এর সাথেই Realme এর মার্কেটে অংশিদারি 5 শতাংশ আর ওয়ানপ্লাসের মার্কেটে অংশিদারি 1 শতাংশের।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সারা বিশ্বে বেজে উঠলো Made in India স্মার্টফোনে‌র শোরগোল, কোরোনা মহামারীতে দেশি ফোনের প্রভাব এভাবেই দেখা গেছে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/made-in-india-smartphone-exports-jump-in-june-2021-icea-report/feed/ 0
জেনে নিন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করবেন? https://www.91mobiles.com/bengali/how-to-recover-delete-photo-and-video-from-android-smartphone-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-recover-delete-photo-and-video-from-android-smartphone-in-bengali/#respond Wed, 14 Nov 2018 10:41:13 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2843 অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হ‌ওয়া ফোটো ও ভিডিও রিকভারের কৌশল

The post জেনে নিন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করবেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
আগে যখন সাধারণ মানুষের হাতে ফিচার ফোন ছিল তখন তাদের কন্ট‍্যাক্ট নিয়ে যথেষ্ট চিন্তিত থাকতেন। কোনো ভাবেই যেন কন্ট‍্যাক্ট ডিলিট না হয়ে যায়। কিন্তু এখন মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এবং প্রত‍্যেকে তাদের সব ধরনের ডেটা নিয়েই সতর্ক থাকেন। এর মধ‍্যে কন্ট‍্যাক্ট, ম‍্যাসেজ ও হোয়াটস‌অ্যাপ ছাড়াও ফোটো ও ভিডিওও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ এখন অবশ্য কন্ট‍্যাক্ট ও হোয়াটস‌অ্যাপ নিয়ে বেশি চিন্তিত থাকেন না। কারণ এর ব‍্যাক‌আপ গুগলে থেকেই যায়। তবে ফোটো ও ভিডিও ডিলিট হয়ে গেলে সমস‍্যায় পড়তে হয়। অ্যান্ড্রয়েড ফোনে ফোটো ও ভিডিও ব‍্যাক‌আপের জন্য গুগল ফোটো অ্যাপের অপশন দেওয়া হলেও লোকজন এতে ব‍্যাক‌আপ করেন না কারণ এতে ইন্টারনেট যথেষ্ট পরিমাণে খরচ হয়। এমন অবস্থায় কোনো জরুরি ফোটো ডিলিট হলে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে।

তবে কিছু উপায় আছে যার মাধ্যমে ডিলিট হয়ে যাওয়া ফোটো রিকভার করা সম্ভব। আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো রিকভার করার পদ্ধতি জানালাম।

মাত্র 189 টাকার বিনিময়ে ভোডাফোন নাম্বারে 56 দিন করা যাবে ফ্রি কল, সঙ্গে 2 জিবি 4জি ডেটা

সমাধান 1

অ্যান্ড্রয়েড ফোনের গ‍্যালারি বা গুগল ফোটো অ্যাপ থেকে ফোটো দেখা যায় এবং ডিলিট করা যায় এবং এখান থেকে ফোটো রিকভার করা খুব সহজ। গুগল ফোটো অ্যাপ থেকে ডিলিট করা ফোটো রিকভার করার জন্য
1. গুগল ফোটো অ্যাপ খুলুন।
2. বাঁদিকে ওপরে মেনু অপশন আছে এতে ক্লিক করূন।
3. একটু নিচে বিন আপশন দেখা যাবে এতে ক্লিক। সমস্ত ডিলিট ফোটো এখানে দেখা যাবে।
4. যেইসব ফোটো রিকভার করতে চান সেগুলি সিলেক্ট করে রিস্টোর করে দিন। ফোটো আপনার গ‍্যালারিতে ফিরে আসবে।

মনে রাখবেন ডিলিট করা ফোটো মাত্র এক মাসের মধ্যে রিকভার করা যায়। এক মাস পার হয়ে গেলে ফোটো এখান থেকে চলে যায় এবং তখন ফোটো পাওয়া একটু মুশকিল। এক্ষেত্রে অন্য উপায় আছে যার মাধ্যমে দীর্ঘ সময় পরেও ডিলিট ফোটো রিকভার করা যায়।

4,030 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95

সমাধান 2

যদি আপনি গুগল ফোটোর বদলে গ‍্যালারি থেকে ফোটো ডিলিট করে থাকেন এবং অনেক দিন হয়ে গিয়ে থাকে তবে সেই ফোটো রিকভারের পদ্ধতি আলাদা। এর জন্য থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে। ডিলিট ফোটো রিকভারের জন্য ডিস্কডিগার ফোটো রিকভারি (DiskDigger Photo Recovery) যথেষ্ট উল্লেখযোগ্য একটি অ্যাপ এবং এর ব‍্যবহার অত‍্যন্ত সহজ। এই অ্যাপের মাধ্যমে ফোটো রিকভারের জন্য
1. সবার আগে গুগল প্লে স্টোর থেকে DiskDigger Photo Recovery অ্যাপ ইনস্টল করুন।
2. অ্যাপ ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন।
3. এখানে দুটি অপশন পাওয়া যাবে। একটি রুট ফোনের জন্য এবং একটি আনরুট ফোনের জন্য। প্রথমেই আনরুট ফোনের অপশন দেখা যাবে এতে ক্লিক করুন।
4. ক্লিক করে স্ক‍্যান শুরু করলে অ্যাপটি ইমেজ ও মিডিয়া ফাইলের অনুমতি চাইবে। এটি অ্যালাউ করলে স্ক‍্যান শুরু হয়ে যাবে এবং ফোনের সমস্ত ডিলিট ফোটো স্ক্রিনে চলে আসবে।
5. এখান থেকে ফোটো সিলেক্ট করে মেমরি কার্ড বা ফোন মেমরিতে ট্রান্সফার করতে পারবেন।

শাওমির আগে কি ওয়ানপ্লাস পেশ করবে 5জি ফোন?

কিভাবে ভিডিও রিকভার করবেন?
অ্যান্ড্রয়েড ফোনে ডিস্কডিগার ছাড়া মোবিসেভার অ্যাপের সাহায্য নিতে পারেন। এই অ্যাপটি ফোটোর সঙ্গে সঙ্গে ভিডিও রিকভার করতেও সক্ষম। ডিলিট ভিডিও রিকভারের জন্য এটি বেস্ট অ্যাপ। এর জন্য

1. গুগল প্লে স্টোর থেকে EaseUS MobiSaver -Recover Files, SMS & Contacts অ্যাপ ডাউনলোড করুন।
2. এতে নিচের দিকে ফোটো ও ভিডিওর অপশন দেখা যাবে এর ওপর ক্লিক করুন। এরপর স্ক‍্যান শুরু হয়ে যাবে এবং সমস্ত ডেটা স্ক্রিনে চলে আসবে।
3. ডিলিট ফোটো সিলেক্ট করে রিকভার করে নিন।

যদি আপনি ফ‍্যাক্টরী ডেটা রিসেট বা মেমরি কার্ড ফরম্যাট করে থাকেন তবে এক্ষেত্রে রিকভার করতে সমস্যা হবে।

The post জেনে নিন কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করবেন? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-recover-delete-photo-and-video-from-android-smartphone-in-bengali/feed/ 0
7,000 টাকার বাজেটে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা 10টি বেস্ট ফোন https://www.91mobiles.com/bengali/top-10-phone-under-rs-7000-with-4000-mah-battery-in-bengali/ https://www.91mobiles.com/bengali/top-10-phone-under-rs-7000-with-4000-mah-battery-in-bengali/#respond Mon, 05 Nov 2018 16:15:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2654 7,000 টাকার বাজেটে 4,000 এমএএইচ ব‍্যাটারীওয়ালা 10টি স্মার্টফোন

The post 7,000 টাকার বাজেটে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা 10টি বেস্ট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
বেশিরভাগ মানুষ এমন ফোন খোঁজ করে যার স্পেসিফিকেশন ভালো হয়। এর সঙ্গে বড় ব‍্যাটারী দেখতে কেউ ভোলে না। কারণ ব‍্যাটারী কমজোর হলে ভালো স্পেসিফিকেশনের কি লাভ। কিছু করতে গেলেই ফোনের ব‍্যাটারী লো হয়ে যাবে। আজ বাজারে এমন অনেক ফোন আছে যার মধ্যে ভালো স্পেসিফিকেশনের সঙ্গে বড় ব‍্যাটারী দেখা যায়। নিচে এমনই 10টি ফোনের লিস্ট দেওয়া হল।

1. রিয়েলমি সি1

7,000 টাকার বাজেটে এটি বেস্ট ফোন মনে করা হয়। রিয়েলমি সি1 এ 6.2 ইঞ্চির 19:5 আসপেক্ট রেশিওযুক্ত ফুল এইচডি নচ ডিসপ্লে আছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 450 চিপসেটে রান করে এবং এতে 1.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ভালো স্পেসিফিকেশনের সঙ্গে এতে বড় ব‍্যাটারীও দেওয়া হয়েছে। এই ফোনে 4,230 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

2. আসুস জেনফোন ম‍্যাক্স (এম1)

আসুসের এই ফোনটিও যথেষ্ট উল্লেখযোগ্য। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস 5.45 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে আছে। কোম্পানি এতে 2.5ডি কার্ভড গ্লাসের ব‍্যবহার করেছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 430 চিপসেটে রান করে এবং এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল রেয়ার ও 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর‌ দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক টেকনিক দেওয়া হয়েছে। এত স্পেসিফিকেশনের সঙ্গে এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

জিওফোন 2 এর জন্য আর ফ্ল‍্যাশ সেলের অপেক্ষা করতে হবে না, পাওয়া যাবে 200 টাকার ক‍্যাশব‍্যাক

3. ইউ এস

মাইক্রোম‍্যাক্স সাব ব্র‍্যান্ড ইউ কিছু দিন আগে একটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি ইউ এস লঞ্চ করেছে যা 2 জিবি ও 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। এই ফোনে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 5.45 ইঞ্চির এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। ইউ এস অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কাজ করে এবং এটি মিডিয়াটেক এমটি6738 চিপসেটে রান করে। দুটি র‍্যাম ভেরিয়েন্টের সঙ্গে 16 জিবি ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

4. মোটোরোলা মোটো ই5 প্লাস

মোটো ই5 প্লাসে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 18:9 আসপেক্ট রেশিওযুক্ত 6 ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে আছে। এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 8.0 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 435 চিপসেটে রান করে। এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য মোটো ই5 প্লাসের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর ও ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে ও এর সঙ্গেও ফ্ল‍্যাশ আছে। ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড মোটোরোলার লোগো দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

5. লেনোভো কে8 নোট

এই ফোনটি বেশি দামে লঞ্চ করা হয়েছিল, তবে আজ 7,000 টাকা বাজেটেই বিক্রি করা হয়। লেনোভো কে8 নোট কর্নিঙ গোরিলা গ্লাস 3 কোটেড 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। মিডিয়াটেক এক্স23 এমটি6797ডি চিপসেটযুক্ত ফোনটিতে 2.3 গিগাহার্টসের প্রসেসর আছে। এতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি আছে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও সেলফির জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট

6. নোকিয়া 2.1

কম দামে নোকিয়াও একটি দারুণ ফোন লঞ্চ করেছে। কোম্পানি নোকিয়া 2.1 লঞ্চ করেছে যা 5.5 ইঞ্চির স্ক্রিনযুক্ত। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 425 চিপসেটে রান করে এবং এতে 1 জিবি র‍্যামের সঙ্গে 8 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। নোকিয়া 2.1 অ্যান্ড্রয়েড অরিওতে কাজ করে এবং পরবর্তী সময়েও এটি আপডেট করা যাবে। ফোটোগ্ৰাফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফর জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

7. মাইক্রোম‍্যাক্স ভারত 5 ইনফিনিটি এডিশন

মাইক্রোম‍্যাক্স কিছু দিন আগে কম দামে ভারত 5 ইনফিনিটি এডিশন লঞ্চ করে। নাম অনুযায়ী এতে 5.45 ইঞ্চির 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ইনফিনিটি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এতে 1 জিবি র‍্যাম ও 16 জিবি মেমরি যোগ করেছে যা মেমরি কার্ড ব‍্যবহার করে 32 জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোটোগ্ৰাফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ও রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। অ্যান্ড্রয়েড গো যুক্ত ডুয়েল সিম এই ফোনটিতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

8. টেনর জি

এই ফোনটিও যথেষ্ট শক্তিশালী। এতে 13 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর‌ দেওয়া হয়েছে। এবং সেলফির জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 626 চিপসেটযুক্ত এই ফোনে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। এর সঙ্গে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। টেনর জিতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এটি 5.5 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ হয়েছে।

স‍্যামসাং আনতে চলেছে একদম নতুন “গ‍্যালাক্সি এফ” সিরিজ, ডায়েরির মতো ভাঁজ হয়ে যাওয়া ফোন এই সিরিজেই হবে লঞ্চ

9. মাইক্রোম‍্যাক্স ভারত 5 প্রো

মাইক্রোম‍্যাক্সের এই ফোনটিও যথেষ্ট ভালো। মাইক্রোম‍্যাক্স ভারত 5 প্রোতে কোম্পানি 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দিয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী ফোনটি 3 সপ্তাহ অর্থাৎ 21 দিন পর্যন্ত স্ট‍্যান্ডবাই দিতে সক্ষম। এতে 5.2 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন আছে। এতে 1.3 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসর আছে এবং এতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে 5 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে।

10. ইনফোকাস ভিশন 3

ইনফোকাসের এই ফোনটিও উল্লেখযোগ্য। ভিশন 3 তে 1440 × 720 পিক্সেল রেজলিউশনের সঙ্গে 5.7 ইঞ্চির ফুল ভিউ স্ক্রিন আছে। কোম্পানি ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্যোরেজের সঙ্গে পেশ করেছে। মিডিয়াটেক এমটি6750 চিপসেটযুক্ত এই ফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 13 মেগাপিক্সেল ও 8 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

The post 7,000 টাকার বাজেটে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীওয়ালা 10টি বেস্ট ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/top-10-phone-under-rs-7000-with-4000-mah-battery-in-bengali/feed/ 0
এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট https://www.91mobiles.com/bengali/chinese-smartphone-india-2018-sale-50000-crore-in-bengali/ https://www.91mobiles.com/bengali/chinese-smartphone-india-2018-sale-50000-crore-in-bengali/#respond Mon, 05 Nov 2018 12:51:08 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2630 কাউন্টারপয়েন্ট রিপোর্ট পেশ করে জানালো এবছর মাত্র 10 মাসে ভারতে বিক্রি হল প্রা

The post এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে প্রায়ই শোনা যায় চীনা প্রোডাক্ট বহিস্কার করা উচিত। চীনে তৈরি জিনিসপত্র ব‍্যবহার করা উচিত নয়, শুধুমাত্র মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট‌ই ব‍্যবহার করা উচিত। যে যতই বলুক না কেন আসলে তো ভারতীয় টেক মার্কেট ক্রমাগত চীনা স্মার্টফোন ও অন‍্যান‍্য চীনা প্রোডাক্টের জন্য একটি বড় বাজারে পরিণত হয়েছে। ভারতে বিক্রি হ‌ওয়া স্মার্টফোন সম্পর্কে এমন একটি খবর সামনে এসেছে যা শুনলে সত্যিই অবাক হতে হয়। এই রিপোর্টে বলা হয়েছে এবছর মাত্র 10 মাসে ভারতীয়রা 50 হাজার কোটি টাকার মোবাইল ফোন কিনেছে।

স‍্যামসাং আনতে চলেছে একদম নতুন “গ‍্যালাক্সি এফ” সিরিজ, ডায়েরির মতো ভাঁজ হয়ে যাওয়া ফোন এই সিরিজেই হবে লঞ্চ

বিখ্যাত রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্টে বলেছে এবছর এখনও পর্যন্ত ভারতে 50 হাজার কোটি টাকার চীনা ফোন বিক্রি হয়েছে। সবচেয়ে বড় কথা এখনও পর্যন্ত এই লিস্টে বছরের শেষ দুই মাস যোগ করা হয়নি। অর্থাৎ এখনও দীপাবলি ও ক্রিসমাস উপলক্ষে কয়েক কোটি টাকার শপিং হতে পারে। যদি গোটা বছরের স্মার্টফোন ও ফিচার ফোনের মোট দাম যোগ করা হয় তবে এই সংখ্যা 50 হাজার কোটি টাকার চেয়ে যথেষ্ট বেশি হয়ে যাবে।

আজ থেকে শুরু হল ওয়ানপ্লাস 6টি এর সেল, দেখুন এর প্রথম ঝলক ও এই ফোনটির সঙ্গে জড়িত সব প্রশ্নের উত্তর

ভারতের স্মার্টফোন বাজারে এইসব চীনা কোম্পানিগুলির মধ্যে শাওমি সবার ওপরে আছে। শাওমির সঙ্গে ওপ্পো, ভিভো,।অনারের মতো কোম্পানিও যথেষ্ট ভালো জায়গা করে নিয়েছে। রিপোর্ট অনুযায়ী এবছর বিক্রি হ‌ওয়া চীনা স্মার্টফোনের এই দাম প্রায় গত বছরের দ্বিগুণ। শাওমি,।ওপ্পো, ভিভো, অনারের সঙ্গে ওয়ানপ্লাস ও ইনফিনিক্স মিলে ভারতের 50 শতাংশ স্মার্টফোন মার্কেট দখল করে রেখেছে।

দীর্ঘ দিন ধরে ভারতে প্রথম স্থানে থাকা কোরিয়ান কোম্পানি স‍্যামসাংকেও চীনা কোম্পানি পিছিয়ে দিয়েছে। এবিষয়ে কাউন্টারপয়েন্ট মন্তব্য করেছে যে চীনা ব্র‍্যান্ড তাদের তাদের প্রোডাক্ট ও টেকনিকের ক্ষেত্রে ইনোভেশন করতে থাকে। কোম্পানির কাছে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট হাবের সঙ্গে সাপ্লাই চেইন ও ইকোসিস্টেম অ্যাকসেস আছে যার ফলে স্মার্টফোনে নতুন নতুন টেকনিক জুড়তে থাকে। এর সঙ্গে ইন্ডিয়ান মার্কেটে হিট হ‌ওয়ার অন‍্য‍্যতম বড় কারণ ফোনগুলির সস্তা দাম।

কাউন্টারপয়েন্ট তাদের রিপোর্টে আরও বলেছে চীনা কোম্পানিগুলি ভারতে অত্যন্ত কম দামে ফোন বেচে এবং লো ও মিড বাজেটের ফোন মিলে স্মার্টফোন বাজারের একটি বড় অংশ জুড়ে রয়েছে। স‍্যামসাঙের মতো ব্র‍্যান্ডের তুলনায় চীনা ব্র‍্যান্ডগুলি কম দামে ফোন বেচে ইউজারদের আকর্ষণ করে। কম দামে ও ভালো ফিচারযুক্ত ফোন গুলি ভারতীয় ইউজারদের আকর্ষণ করার ফলেই ভারতের স্মার্টফোন বাজারে আজ চীনা ব্র‍্যান্ডের এত রমরমা।

The post এবছর ভারতীয়রা কিনেছে 50 হাজার কোটি টাকার চাইনিজ ফোন :রিপোর্ট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/chinese-smartphone-india-2018-sale-50000-crore-in-bengali/feed/ 0